সাংবাদিক রোজিনার ন্যায় বিচারের নিশ্চয়তা দেবে সরকার : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান সেই নিশ্চয়তা দেবে সরকার। একই সাথে এই ঘটনায় স্বাস্থ্য বিভাগের কারো কোন দায় থাকলে সেই ঘটনাও বের করে আনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালে অর্থকষ্টে থাকা সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, কোন সরকারী অফিস থেকে তথ্য সংগ্রহ করতে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সাংবাদিকদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘটনা নিয়ে জাতিসংঘ আন্তর্জাতিক বেশ কিছু সংগঠনের অতিউৎসাহী ভূমিকা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন পুলিশ ও কারা হেফাজতে সাংবাদিক রোজিনা ইসলাম যাতে কারাবিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা পান সে বিষয়টিও দেখভাল করছে তথ্য মন্ত্রণালয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত ছিলেন।