সাংবাদিক রোজিনা ইসলাম গোপনে রাষ্ট্রীয় নথি নিয়ে যাচ্ছিলেনঃ স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলাম গোপনে রাষ্ট্রীয় নথি নিয়ে যাচ্ছিলেন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এসব নথি বাহিরে গেলে দেশের ক্ষতি হতো। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রোজিনা ইসলামকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়েরে এই সংবাদ সম্মেলন বয়কট করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। মন্ত্রণালয়ের ব্রিফিং কক্ষে প্রবেশ করলেও ঘোষণা দিয়ে বেরিয়ে যান তারা। এরপর অনলাইনে পেইজে ডাকা সংবাদ সম্মেলনেও যুক্ত হননি সাংবাদিকরা।
দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের জরুরি সভা শেষে রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিং বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনের সভাপতি তপন বিশ্বাস।
এদিকে, শেরে বাংলা নগরে রোজিনা ইসলাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পূর্বের কোনো সংবাদের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
রোজিনাকে ছয় ঘণ্টা আটকে রাখার তথ্যটি ভুল ছিলো জানিয়ে, তিনি বলেন, অনুমতি ছাড়াই রুমে প্রবেশ করে অন্যায় করেছেন রোজিনা ইসলাম।
অপর এক প্রশ্নের জবাবে রোজিনার গলা চেপে ধরার বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।