সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার দায় স্বীকার ইসরাইলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ইসরাইলি সেনাবাহিনী প্রথম বারের মতো স্বীকার করল তাদের এক জন সেনা সাংবাদিক শিরিন আবু আকলেহকে ‘জঙ্গি’ ভেবে গুলি করেন। ইসরাইলি সেনাবাহিনীর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।যদিও এর আগে তারা দাবি করে ফিলিস্তিনি গোষ্ঠির গুলিতে প্রাণ হারান শিরিন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বন্দুকের গুলিতে ‘দুর্ঘটনাবশত’ আবু আকলেহ আঘাত পেয়েছিলেন শিরিন। ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গত ১১ মে অভিযান চালায় দেশটির সেনারা। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন ৫১ বছর বয়সি শিরিন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীদের অভিযোগ, ইসরাইলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন আবু আকলেহ প্রাণ হারান। সাংবাদিক শিরিনের হত্যাকাণ্ডের কয়েক মাস পর স্বীকারোক্তি এলো ইসরাইলের। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের পরিকল্পনা ছিল না ইসরাইল সামরিক বাহিনীর।