সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
তত্বাবধায়ক সরকার বা অন্য কোন উপায়ে নয়, সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
সকালে টাঙ্গাইলে শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণ সভায় যোগদানের আগে সার্কিট হাউজে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের অপশাসন, দুঃশাসন,সন্ত্রাস, জঙ্গি তোষন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের পায়ের তলায় মাটি নেই। তাদের আন্দোলনে জনগণও সাড়া দেয়না। তাদের কোন আন্দোলনেই আওয়ামী লীগ ভয় পায় না বলেও জানান, কৃষিমন্ত্রী।