সাইক্লিংয়ে হ্যাটট্রিক রেকর্ড গড়েছেন বিশ্বাস ফয়সাল হোসেন
- আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের চতুর্থ দিনে সাইক্লিংয়ে হ্যাটট্রিক রেকর্ড গড়েছেন বিশ্বাস ফয়সাল হোসেন। রোববার নিজের তৃতীয় স্বর্ণ জেতেন সেনাবাহিনীর এই অ্যাথলেট।
সবকটিতেই হলো জাতীয় রেকর্ড। ১ হাজার মিটার স্প্রিন্টে ১৩ দশমিক ছয় শুন্য সেকেন্ড সময় নেন ফয়সাল। ১৫ দশমিক ১০ সেকেন্ড সময়ের আগের রেকর্ডটি ছিল ২০১৩ গেমসে আনসারের তরিকুল ইসলামের।অ্যাথলেটিক্সে পোল ভল্টে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল রাশেদুল ইসলাম। রৌপ্য জিতেছেন নৌবাহিনীর আফদার আলী শেখ। চারশ মিটার হার্ডলসে শ্রেষ্ঠত্ব সেনাবাহিনীর মাসুদ রানার। ১ হাজার মিটার দৌড়েও আধিপত্য নৌবাহিনীর। স্বর্ণ জিতেছেন আসিফ বিশ্বাস। ব্রোঞ্জ ও রোপ্য জিতেছে সেনাবাহিনী।
এবারের আসরে জিমন্যাস্টিকসে চতুর্থ স্বর্ণ জিতেছেন নূর আক্তার বানু। মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১০ দশমিক দুই পাঁচ স্কোর করেন আনসারের এই জিমন্যাস্ট। পুলিশের সোনিয়া আক্তার রৌপ্য আর আনসারের শান্তা ইসলাম ব্রোঞ্জ জিতেছেন।