সাইফ মাহমুদ জুয়েলসহ তিন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়ায় বিএনপি’র উদ্বেগ
- আপডেট সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। একই সঙ্গে পহেলা সেপ্টেম্বর দলটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
দুপুরে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অবিলম্বে আটক নেতাদের জনসম্মুখে হাজিরের পাশাপাশি নিঃশর্ত মুক্তি দাবী করেন তিনি। সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায় নেমেছে উল্লেখ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ারও আহবান জানান তিনি। এক সেপ্টেম্বর বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ছ’টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, হেলথ্ ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা দেয়াসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।