সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় জামায়াত-শিবিরের নাশকতার ৯ বছর
- আপডেট সময় : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
৩ মার্চ বগুড়াবাসীর দু:সহ স্মৃতির দিন। ২০১৩ সালের এই দিনে জামায়াত-শিবির জেলাজুড়ে তান্ডব চালায়। দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নাশকতা করে তারা। এতে, মারা যায় ১২ জন নীরিহ মানুষ। কিন্ত, দীর্ঘ নয় বছরেও এর বিচার শেষ হয়নি।
মাঝ রাত থেকেই পাড়া-মহল্লার মসজিদের মাইকে প্রচার করে সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে জামায়াত-শিবির নেতাকর্মিরা রাস্তায় নামে। এস এ পরিবহন, করতোয়া কুরিয়ার, কয়েকটি থানা, পুলিশ ফাঁড়ি, আওয়ামী লীগ নেতাদের বাড়ি, অফিস পুড়িয়ে দেয়। সহিংসতায় প্রাণ হারায় অন্তত ১২ জন। হামলাকারীদের বিরুদ্ধে ৫৮টি মামলার আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ।
পাঁচটি আদালতে বিচার কাজ শুরু হলেও বাদি ও স্বাক্ষীরা সঠিক সময়ে হাজির না হওয়ায় বিচার শেষ হয়নি।
করোনার কারণে মামলার বিচারক কাজ দেরি হয়েছে জানালেন, সরকারী এই আইনজীবী।
দ্রুত বিচার আর নাশকতাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চান সকলেই।