সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
- আপডেট সময় : ০৯:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
জামায়াত নেতা সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কক্সবাজারের চকোরিয়ায় সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঢাকা-চট্টগ্রামে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক।
সকালে, ঢাকায় জানাজা না পড়িয়ে, সাঈদীর লাশ সরাসরি পিরোজপুরে নেয়ার চেষ্টা করলে, বাধা দেয় জামায়াতের কর্মী ও সঈদীর সমর্থকরা। একপর্যায়ে সাঈদী ভক্তরা অ্যাম্বুলেন্সের চাকা পাংচার করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে সাঈদী অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করলে আগেই অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে জামায়াত নেতাকর্মীরা মসজিদে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। সংঘর্ষ বাধে। মুহুর্তের মধ্যে কাজির দেউরী মোড় থেকে দামপাড়া পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘন্টাখানেকের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারের চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে গুলি বিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মোহাম্মদ ফোরকান নামের এক ব্যক্তি।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত অন্তত: ১৫ জন। আহতদের মধ্যে পুলিশের এক ওসিসহ ৫ পুলিশ সদস্যও রয়েছেন। এসময় পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। বিকেলে চিরিংগা এলাকায় এ ঘটনা ঘটে।