সাউথ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে শিবচরের ইমরান নামের এক যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সাউথ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে শিবচরের ইমরান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সাউথ আফ্রিকার একটি হাসপাতালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয় ইমরান। স্বজনরা জানায়, প্রায় দেড় বছর আগে জমি বিক্রি ও ঋণের টাকায় সাউথ আফ্রিকা যায় ইমরান। রাতে বন্দুকধারী একদল ডাকাত তার দোকানে ডাকাতি শেষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অগ্নিদগ্ধ হয়ে হয়ে ইমরান ও আব্দুর রহিম নামে দু’জন আহত হয়।