সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেননি তামিম ইকবাল
- আপডেট সময় : ০৮:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেননি তামিম ইকবাল। তবে, সে দ্বন্দ্ব দলের উপর কোন প্রভাব ফেলছে না বলে দাবী করেছেন তিনি।
অতীতের মতো বর্তমানেও দলে কোন গ্রপিং নেই, ড্রেসিং রুমের আবহাওয়াও ভালো বলে জোর দাবী তামিমের। ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়ানডে অধিনায়ক।
সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেয়া সাক্ষাৎকারে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনেও বারবার সামনে এসেছে একই প্রসঙ্গ।
চলমান ইস্যুতে বিরক্ত হলেও ঘুরে ফিরে একই উত্তর তামিম ইকবালের। সাকিবের সঙ্গে শীতল সম্পর্ক থাকলেও মাঠের খেলায় তা প্রভাব পড়ে না।
সূত্র বলছে একজন বোর্ড পরিচালকের মধ্যস্থতায় দ্বন্দ্বের অবসান চেয়েছিলেন তামিম। কিন্তু ইতিবাচক সারা পাননি সাকিবের কাছে থেকে।
ড্রেসিংরুমের অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টিও মানতে নারাজ তামিম। সঙ্গে দলে কোন গ্রুপিং নেই বলেও জানান ওয়ানডে অধিনায়ক।
আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে তাইজুলের অন্তভুক্তিতে আবারো জোড়ালো হয়েছে গ্রুপিংয়ের কারণে পছন্দের ক্রিকেটারকে দলে ভেরানোর অভিযোগ। যদিও তা উড়িয়েছেন তামিম ইকবাল।