সাকিব আল হাসান আর বিতর্ক যেন একই সুতোয় গাঁথা
- আপডেট সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৯২১ বার পড়া হয়েছে
সাকিব আল হাসান আর বিতর্ক যেন এখই সুতোয় গাঁথা। কখনো মাঠে, মাঠের বাইরে আবার কখনো ড্রেসিং রুমে, নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছেন সাকিব। তারপরও দেশের সেরা ক্রিকেটার তিনি, সংবাদ পত্রেরও খোরাক।
সাকিব আল হাসান। ব্যতিক্রমি এক চরিত্র। যিনি মাঠ, মাঠের বাইরে সব সময় আলোচনায় থাকেন, যেন আলোচনায় থাকতেই ভালোবাসেন নাম্বার সেভেনটি ফাইভ।
শুরুটা বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পর। ২০১১ তে দর্শকদের প্রতিক্রিয়ার বিপরীতে অশোভন অঙ্গ ভঙ্গিতে সমালোচিত হন সাকিব। ২০১৩ তে অটোগ্রাফ চাওয়া দর্শকের কলার চেপে ধরে হন বিতর্কিত।
২০১৪ সালে একের পর এক সমালোচিত কাণ্ড। শুরুটা টিভি ক্যামেরার সামনে অসালিন ভঙ্গি দিয়ে। একই বছর স্ত্রী শিশির উত্ত্যক্ত করায় দর্শক পিটিয়ে আলোচনায় সুপার সাকিব। ঐই বছরই ছাড়পত্র না নিয়ে ক্যারিবিয় লিগ খেলতে গিয়ে নিষিদ্ধ হন ছয় মাসের জন্য।
সাকিবের ক্যারিয়ারে সব থেকে কলঙ্কিত অধ্যায় ২০১৯ সাল। জুয়ারির প্রস্তাব গোপন করা, বিশ্বকাপের দলীয় ফটোসেশনে সাকিবের না থাকা সবই সংবাদ মাধ্যমের শিরোনাম।
পরের বছর ভারতে একটি পূজা অনুষ্ঠান উদ্বোধন করে সমর্থকদের রোষানলে পড়ন সাকিব। পরে ক্ষমা চাইলে নিয়ন্ত্রণে আসে উত্ত্যপ্ত পরিস্থিতি।
২০২১ এ কম যাননি সাকিব। শুরুতে জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলতে গিয়ে উস্কে দেন বিতর্ক। তারপর ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সাথে কয়েক দফা বাজে আচরণ করে তিন ম্যাচ ও পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হয় সাকিব আল হাসানকে।
২০২২-এর আলোচনার ইস্যুটা সবার জানা। বেটউইনারের সঙ্গে চুক্তি গেলো নয়দিন ধরে বাড়তে থাকা টেনশন, উত্তেজনা ও বিরোধের নিষ্পত্তি করলেন সাকিব নিজেই।
বোর্ড সভাপতি হুশিয়ারি, সাকিবের ইউটার্ন, স্বস্তির সঙ্গে শান্তিও এনে দিয়েছে দেশের ক্রিকেটে। এখন সাকিবের দলে ফেরা নিশ্চিত। সঙ্গে তৃতীয়বারের মত টি-টিয়েন্টিতে অধিনায়কত্ব করার অপেক্ষা দেশের ক্রিকেটের পোস্টার বয়।