সাগরে ডুবে যাওয়া ২৭ ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা এলাকার সাগরে ডুবে যাওয়া ২৭ ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ। তাদের পরিবারে চলছে আহাজারি।
গত দু’দিনে উদ্ধার করা হয়েছে ৩ শতাধিক জেলেকে। মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোষ্টগার্ডে সদস্যরা আলাদা অভিযান চালিয়ে সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় জেলেদের উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছে আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি। এদিকে নিখোঁজ জেলেদের পরিবারকে সান্ত্বনা দিতে মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। জেলেদের দাবির প্রেক্ষিতে তিনি একটি উদ্ধারকারী নৌ-যানের ব্যবস্থার কথা জানিয়েছেন।