৭ জানুয়ারির নির্বাচনে চলমান রাজনৈতিক সংকট আরো বাড়াবে : বিশ্লেষকরা
- আপডেট সময় : ১১:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
৭ জানুয়ারির নির্বাচনে চলমান রাজনৈতিক সংকট সমাধান আনবে না বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। বরং নির্বাচন হলে, সংকট আরো বাড়বে। বিশেষজ্ঞরা বলেন, যে নির্বাচনে বিকল্প থাকে না, থাকে না রদ বদলের শঙ্কা সেই নির্বাচনকে নির্বাচন বলা যায় না। এমন নির্বাচনের ফলে বিদেশীদের কাছে নতজানুর হাত থেকে রক্ষায় আলোচনা করে সমস্যা সমাধানের বিকল্প নেই বলেও জানান নির্বাচন বিশ্লেষকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন রোববার। বৃস্পতিবার সকাল ৮ টায় দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। বিএনপি ও সমমনা দল ও জোটের বর্জনের মধ্যেও সহিংসতা, সংঘাত কম হয়নি। তবে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সমঝোতা হলেও প্রতিটি আসনে আছে স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের সংঘাত হচ্ছে বেশি। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি।
নির্বাচন বিশ্লেষকরা বলছেন, যে নির্বাচনে ক্ষমতা পরিবর্তনে শঙ্কা থাকে না, তাকে নির্বাচন বলা যায় না।
৭ জানুয়ারির নির্বাচনে সাংবিধানিক সংকটের সমাধান দিলেও, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটকে ঘনীভুত করবে।
আরো বাড়াতে।
নির্বাচন হয়ে গেলেও সংকট সমাধানে সব পক্ষের আলোচনার বিকল্প নেই বলেও জানান রাজনৈতিকও নির্বাচন বিশ্লেষকরা।