সাতকানিয়া ও রাউজান পৌরসভা নির্বাচনে অংশ নেবেনা বিএনপি
- আপডেট সময় : ০১:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ঘাঁটি সাতকানিয়া ও রাউজান পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছে না বিএনপি। এ দুটি পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা পড়েনি দলটির পক্ষ থেকে। ঘটনায় সিনিয়র নেতারা বিব্রত হলেও সরকারের কাঁধে দায় চাপিয়ে পার পেতে চাইছে বিএনপি। তবে দলটির সাবেক নেতারা বলছেন, সাংগঠনিক দুর্বলতার বাস্তব চিত্রই ফুটে উঠছে স্থানীয় নির্বাচন গুলোতে।
ক’দিন আগেই অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারণার শেষদিন পর্যন্ত মাঠ-ঘাট চষে বেড়ালেও সংঘর্ষ-মুখর ভোটের দিন কোন কেন্দ্রেই দেখা মেলেনি বিএনপি এজেন্টদের। ফলাফল যা হবার তাই হয়েছে। প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও ছিল না দলটি।
সিটি নির্বাচনের পরেই পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও রাউজানের চারটি পৌরসভায় নির্বাচনের উদ্যোগ নেয় ইসি। পটিয়া ও চন্দনাইশে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাতকানিয়া আর রাউজানে প্রার্থী ঘোষণা করেও শেষ পর্যন্ত তাদের নির্বাচনে রাখতে পারেনি বিএনপি। সাতকানিয়ার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, আর রাউজানের প্রার্থী জমাই দেননি মনোনয়নপত্র। এতে বিব্রত বিএনপি নেতারা।
দলের সিনিয়র নেতাদের দাবি, ছোট্ট একটি পৌরসভায়ও সরকারের শীর্ষ পর্যায় থেকে হস্তক্ষেপ করায় নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছে তাদের প্রার্থী।
আর দলটির সাবেক নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ে ত্রুটি থাকায় এ অবস্থার মুখোমুখি হতে হয়েছে বিএনপিকে। এতে প্রকাশ পেয়েছে সাংগঠনিক দুর্বলতাও।
তবে এতকিছুর পরও আগামী দিনে ফের ঘুরে দাঁড়াবে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলটি– এমনটাই প্রত্যাশা বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের।