সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩২ জামায়াত ও শিবিরের নেতাকর্মী গ্রেফতার
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
এদিকে..সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩২ জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার শহরের আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর নাশকতার
চেষ্টা করে তারা। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।