সাতক্ষীরার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান টানা তৃতীয় দিনের মতো চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান টানা তৃতীয় দিনের মতো চলছে। ২৫৩টি অবৈধ স্থাপনার মধ্যে ৪৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সকাল থেকে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে এ সময় নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইদ্রজিৎ কুমার সাহা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি। জলাবদ্ধতা থেকে শহরবাসিকে মুক্তি এবং প্রাণসায়র খাল রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সুলতানপুর বড়বাজার ব্রিজ সংলগ্ন ও পানি উন্নয়ন বোর্ডের পিছন থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান,পানি উন্নয়ন বোর্ডর পিছন থেকে শহরের নারিকেলতলা পর্যন্ত প্রাণসায়ের খালের দু’ধারে রয়েছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার জায়গা। ইতোপূর্বে প্রাণসায়ের খাল খননের লক্ষ্য কয়েকবার খালের দু’ধার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।