সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে দুটি মূর্তি চুরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে দুটি মূর্তি চুরি হয়েছে।
আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের পুরোহিত করুণা কান্ত ব্যানার্জী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেয়ার সময় দেখতে পান, মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মূর্তির মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি নেই। অনেক খোঁজাখুঁজির পরও মূর্তি দুটির সন্ধান পাওয়া যায়নি। মুর্তি দুটির মধ্যে একটি কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। যার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা। পুলিশ জানায়, মোবাইল ফোনে কাপসন্ডা মন্দিরের দুটি মুর্তি চুরির কথা শুনেছি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।