সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধু হত্যার ঘটনায় স্বামী শহীদুল গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ থেকে গৃহবধু হত্যার ঘটনায় স্বামী শহীদুলকে গ্রেফতার করছে সিআইডি। এছাড়া নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হত্যাকান্ডে ছোট ভাই আব্দুল হাইকে গ্রেফতার করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
চাঞ্চল্যকর দুই হত্যাকাণ্ডের অগ্রগতি জানাতে রাজধানীর মালিবাগে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিআইডি।
গত ১৫ মে সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসা থেকে প্রতারক শহিদুলের চতুর্থ স্ত্রী রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। যৌতুকের দাবিতে শ্বাসরোধে গৃহবধুকে হত্যা করে পালিয়ে যায় শহিদুল। পরে চট্রগ্রামর থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।
২১মে নোয়াখালীর কবিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হতে খুন হন বড় ভাই। এ ঘটনায় ঢাকার হাজারীবাগ থেকে ছোট ভাই আবদুল হাইকে গ্রেফতার করে সিআইডি।
তুচ্ছ ঘটনায় সামাজিক-পারিবারিক অপরাধ নিরসনে আরো তৎপর থাকার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।