সাতক্ষীরার তালায় এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলায় রেহেনা খাতুন নামে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার নগরঘাটায় ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আজ সকালে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেহেনা খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত গোলাম হোসেন একটি অটোরাইচ মিলে কাজ করতেন তিনি। নিহতের ভাই সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক কৃষ্ণপদ সমজদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক বসুন্ধরা প্রকল্প থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বসুন্ধরা প্রকল্পের মধ্যে ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।