সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে সুস্বাধু বিভিন্ন প্রজাতির আম
- আপডেট সময় : ০১:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ সুস্বাধু বিভিন্ন প্রজাতির আম। এই জেলার আমের কদর রয়েছে দেশ-বিদেশে। গুণগত মান ধরে রাখতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেয়া নির্ধারিত সময়ে সংগ্রহ করা হয়েছে আম। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ায় গত বছরের চেয়ে এবার আম উৎপাদন অনেক কম।
ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে। জেলার আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেয়া সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ। ইতিমধ্যে আমে ভরপুর হয়ে উঠেছে শহরের বড় বাজার। রাজধানি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।
সব কিছুই ঠিক থাকলে লাভের আশা করেছেন আম চাষিরা ।
চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমের মান ঠিক রাখতে নির্ধারিত সময়ে সংগ্রহ করতে বলা হয়েছে জানান জেলা প্রশাসক
জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। এতে ২৫০ কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।