সাতক্ষীরায় এখনও ৭০ ভাগের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

- আপডেট সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ভাষা আন্দোলনের ৬৮ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরায় এখনও ৭০ ভাগের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার। এদিকে অবহেলা আর অযত্নে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ফেনীর ভাষা শহীদ সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার।এদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। নামে স্মৃতি জাদুঘর হলেও, দু’টিতেই নেই ভাষা শহীদ সালাম ও রফিক উদ্দিনের কোন স্মৃতিচিহ্ন।
বাংলা ভাষা ব্যাতিত আর কোন ভাষা নেই যার জন্য জীবন দিতে হয়েছে। তাই ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য সরকারীভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার থাকার নির্দেশনা রয়েছে। তবে সাতক্ষীরার ৭০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই কোন স্থায়ী শহীদ মিনার।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টিতে নেই শহিদ মিনার। প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরো নাজুক, ১০৯৩টির মধ্যে ৯৯৬টিতে শহিদ মিনার নেই। জেলার সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করার কথা জানান জেলা শিক্ষা অফিসাররা।
ফেনীর দাগনভূঁঞার মাতুভূঁঞা ইউনিয়নে ভাষা শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ির পাশে ১২ শতক জমির ওপর ৬৩ লাখ টাকা ব্যয়ে ২০০৮ সালে সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার নির্মান করা হয়। কর্তৃপক্ষীয় অবহেলা আর ফেনী ছোট নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে যাদুঘরটি।
ভাষা শহীদ সালামের স্মৃতি রক্ষার্থে দ্রুত ব্যবস্থার দাবি করেছে পরিবার। স্থানটিকে নতুন পরিকল্পনার মাধ্যমে সাজানোর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে শহীদ রফিকউদ্দিন আহম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে ৯ হাজার বই থাকলেও নেই কোন পাঠক। তাছাড়া স্মৃতি জাদুঘর নাম দিলেও এখানে রফিক উদ্দিন আহম্মদের স্মৃতি বিজড়িত কিছুই নেই।