সাতক্ষীরায় কুল চাষ করে লাভবান কৃষকরা
- আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে কুল চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে কুলের আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে এ জেলার উৎপাদিত কুল যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চাষীদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। এ বছর কুলের ভাল ফলনের পাশাপাশি দামও বেশি পাচ্ছেন ব্যবসায়ীরা।
সাতক্ষীরা জেলার কলারোয়ার সিঙ্গা বাজার, তালার ত্রিশমাইল ও সাতক্ষীরা শহরের বড় বাজারসহ কয়েকটি ডিপোর মাধ্যমে উৎপাদিত কুল জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন প্রায় ১৫ মেট্রিক টন ঢাকার কারোয়ান বাজার,চট্টগ্রাম, খুলনা, যশোরসহ ও দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
জেলায় প্রায় পাঁচ হাজার পরিবার ও ১৫ হাজারের বেশি নারী ও পুরুষ শ্রমিক এসব কুল বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে।
সরকারি ভাবে আর্থিক সহযোগীতা পেলে আরও বড় পরিসরে কুল চাষ করা সম্ভব বলে জানান,কুল চাষীরা।
প্রতি বিঘা জমিতে কুল চাষ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকায়,আর বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা জানায়,এই কৃষিবিভাগ।
দেশের চাহিদা মিটিয়ে কুল বিদেশে রপ্তানী করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।