সাতক্ষীরায় নৌকার ওপর বিশেষভাবে নির্মিত হল ভাসমান মসজিদ
- আপডেট সময় : ০৬:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় নৌকার ওপর বিশেষভাবে নির্মিত ভাসমান একটি মসজিদ। বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বানানো মসজিদে ৫৫ জন মুসল্লি নিয়ে শুরু হয়েছে নামাজ আদায়। ইবাদত করতে পেরে হাজারো কষ্টের মাঝে এলাকায় যেন ঈদের আনন্দের আমেজ।
১০ সেপ্টেম্বর…. খোলপেটুয়া নদীর প্রবল জোয়ার। ভাংলো জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের রিংবাধ। যাতায়াতের সুব্যবস্থা না থাকায় গলা পানিতে সাঁতার কেটে মসজিদের ইমামতি করতে হয়েছে হাফেজ মঈনুর রহমানকে। এ দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নৌকার ওপর বিশেষভাবে নির্মিত ভাসমান মসজিদ উপহার দিয়েছেন। সেখানে নামাজ আদায় করছেন ৫৫ জন মুসল্লি। ইবাদত করতে পেরে এলাকায় যেন ঈদের আনন্দ
হাফেজ মঈনুর বয়ান করেন তাঁর আত্মতৃপ্তির কথা।
ফেসবুকে দেখে ভাসমান মসজিদ উপহারের চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।
ভাসমান মসজিদে রয়েছে চারটি পবিত্র কোরআন, আজান দেয়ার মাইকসেট, ওজুখানা, পানি ব্যবহারের জন্য চারটি ট্যাব ও একটি টয়লেট।