সাতক্ষীরায় যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ
- আপডেট সময় : ০৫:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভায় বর্জ্য ফেলার ডাম্পিং ষ্টেশন না থাকায়, যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। এই অবস্থায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। পৌর কর্তৃপক্ষ বলছেন, ১৪ কোটি টাকার একটি ডাম্পিং ষ্টেশনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামি দুই-তিন বছরের মধ্যে বর্জ্য দিয়ে গ্যাস উৎপাদন করা হবে। তখন সুফলও পাবে পৌরবাসি।
সাতক্ষীরা পৌরসভা বাংলাদেশের প্রথম পৌরসভা। স্থাপিত হয় ১৮৬৯ সালে। ৩১.১০ বর্গ কিলোমিটারের পৌরসভায় দুই লাখের উপরে মানুষের বসবাস।প্রথম শ্রেণির পৌরসভা হলেও নেই বর্জ্য নিষ্কাশনের স্থায়ী কোন ডাম্পিং ব্যবস্থা। এলাকাবাসীর অভিযোগ, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া প্রধান সড়কের পাশে পৌর কর্তৃপক্ষ নিয়মিত ময়লা ফেলায় স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অন্যদিকে শহরের বিনেরপোতায় প্রতিদিন পৌরসভার ময়লা আবর্জনা ফেলায় বের হচ্ছে দুর্গন্ধ। পরিবেশ দূষিত হয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশুসহ এলাকার সাধারণ মানুষ। নাক মুখ বন্ধ করে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় আশেপাশের পরিবেশ মারাত্নক ভাবে নষ্ট হচ্ছে বলে জানান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
ময়লা পঁচা দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ-এজন্য বর্জ্য ব্যবস্থাপনা লোকালয় থেকে দুরে সরাতে হবে বলে জানান সিভিল সার্জন।
১৪ কোটি টাকার একটি ডাম্পিং ষ্টেশনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। পৌরবাসী আগামি দুই-তিন বছরের মধ্যে যার সুফল পাবেন বলে জানান পৌর মেয়র।
বিকল্প ডাম্পিং ষ্টেশনের জায়গা খোঁজা হচ্ছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে জানান জেলা প্রশাসক।
দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে এমনটাই মনে করেন সাতক্ষীরা বাসী।