সাতক্ষীরায় হলুদ তরমুজের বানিজ্যিক চাষে আগ্রহী হচ্ছে কৃষক
- আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় হলুদ তরমুজের বানিজ্যিক চাষে আগ্রহী হচ্ছে কৃষক। বাইরে হলুদ ও ভেতরে টকটকে লাল মিষ্টি এবং সুস্বাদু তরমুজ ঝুলছে তাদের মাচায়। কম সময়ে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে এর আবাদ। সরকার তরমুজ চাষিদের সহযোগিতা করায় এবছর ভালো ফলন হয়েছে বলে জানায়, কৃষি বিভাগ।
সাতক্ষীরার তালা উপজেলার ফুলবাড়ির কৃষক কালাম শেখ আট কাঠা জমিতে এ বছরই প্রথম হলুদ তরমুজ চাষ করেছেন। ৫০ দিন আগে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা থেকে বীজ সংগ্রহ করেন তিনি। পরে, তাদের পরামর্শে মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে জমিতে তরমুজের বীজ রোপন করেন।
অল্প পরিচর্যা এবং কম সময়ে গাছে তরমুজ ধরেছে। এ পর্যন্ত সব মিলিয়ে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। খরচ বাদে ৭০ থেকে ৭৫ হাজার টাকার তরমুজ বিক্রির আশা করছে চাষিরা। একই জমিতে বছরে চার বার ফসল পাওয়া যায়। এটা দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন হলুদ তরমুজ চাষে।
জেলায় এখন বাণিজ্যিকভাবে তরমুজ চাষ হচ্ছে। সরকার সহযোগিতা করায় এবছর তরমুজ চাষে কৃষক বেশি আগ্রহী হয়েছে বলে জানায়, কৃষি বিভাগ।
জেলার প্রান্তিক কৃষকের কাছে অসময়ে হলুদ তরমুজ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।