সাতক্ষীরায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান
- আপডেট সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া দেড় কোটি টাকা মূল্যের ৪১৪টি মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া কয়েক লাখ টাকা উদ্ধার করেছে। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি মোবাইল মালিকরা।
সাতক্ষীরায় ২০২১ সালের ২১ এপ্রিল থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম শুরু। এক বছরে তারা জেলায় আটটি থানার ১১শ’ জিডির বিপরীতে দেড় কোটি টাকার বেশি মূল্যের ৪১৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সঙ্গে বিকাশে প্রতারনের মাধ্যমে নিয়ে নেওয়া টাকা ও বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া দুই লাখ টাকা উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। হারিয়ে যাওয়া ফোন ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকরা।
পুলিশের এই কার্যক্রম সমগ্র জেলায় সাড়া ফেলেছে।
সেবা কর্যক্রমএগিয়ে নিতে জেলাবাসীর সহায়তা চেয়েছেন পুলিশ সুপার।
আগামিতেও পুলিশ হারানো মোবাইল ও টাকা উদ্ধারে সচেষ্ট থাকবে-এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাবাসির।