সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে আশিষ কুমার দাস ও মুকুন্দ মন্ডল মোটর সাইকেলে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী ওষুধবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।