সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকালে থেকে নাচ, গান, অভিনয় আর জাদুর ছোঁয়ায় মুখরিত স্কুল প্রাঙ্গন। বিদ্যালয়ের পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক হুসাইন শওকাত। দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব উপভোগ শেষে বিকেলে প্রতিযোগী বিজয়ীদের হাতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন এবং তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।