সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নাগরিক সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ঘরে-ঘরে বিদ্যুৎ, সুপেয় পানির সংযোগ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাগরিক সমাবেশ করা হয়েছে।
দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজুয়াডাঙ্গা ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু। প্রধান বক্তা ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। আরো বক্তব্য রাখেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন ও কামরুজ্জামান কামু।