সাতক্ষীরা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ৭ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার
- আপডেট সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রেগিং ও শৃংখলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ৭ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সাথে ১১ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে তাদেরকে সর্তক করা হয়েছে।
বহিষ্কৃত ৩ ছাত্র ও ৪ ছাত্রীকে হোস্টেল ছাড়তে বলা হয়েছে। তাদেরকে জন্য একাডেমিক সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃংখলা কমিটি এসব সিদ্ধান্ত নিয়েছেন। মেডিকেল কলেজ সূত্র জানায়, গেলো জানুয়ারিতে সাতক্ষীরা মেডিকেলে নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের রেগিং করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। নতুন এসব শিক্ষর্থীদের শারীরিক ও মানষিক নির্যাতন করা হয়। এ ঘটনায় বহিষ্কাকৃত শিক্ষার্থীরা হলেন, এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক সাহা, জয় সরকার, মোহাম্মদ হানিফ, মাহফুজা ইসলাম দিনা, প্রেয়সী রাণী রায়, ফারহা শামান্ত রহমান ও শারমিন ফাহরিয়া।