সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ে ৭জন রোগী মারা যাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ে ৭জন রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের এমন অভিযোগের পর ৪জনের মৃত্যুর কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় দু’টি তদন্ত টিম গঠন করা হয়েছে। এদিকে, বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। প্রতিদিনই শনাক্তের রেকর্ড ভাঙছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে তিন হাজার ৬২৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন।
সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ে সাত রোগী মারা গেছে। স্বজনদের অভিযোগের পর দুটি তদন্ত টিম গঠন করেছে কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনে অক্সিজেনের চাপ কমে যাওয়ার কারণ জানা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অক্সিজেন সংকটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।