সাত কেজি গাঁজা ও এক নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাত কেজি গাঁজা ও এক নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
ডিএমপি’র গুলশান জোনের ডিসি আসাদুজ্জামান জানান, রোববার বিকেলে প্রথমে গুলশান থেকে ভাড়ার মোটরসাইকেলে- মাদক বহনকারী জুবায়েরকে গ্রেফতার করা হয়। পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে গ্রেফতার করা হয় অনুভব খান রিবু ও নাফিসা নাজকে। তারা জানায়, রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে গাঁজার নির্যাস দিয়ে বিভিন্ন ধরনের চকলেট, কেক ও মিল্কশেক তৈরি করে তারা। এসব পণ্য অনলাইনে ইন্সটাগ্রামের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো তারা। পুলিশ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার মাদকও উদ্ধার করে।