সাদুল্যাপুরে প্রবেশ দ্বার দখলে করে রেখেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন চালকরা
- আপডেট সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুর প্রবেশ দ্বারের মূল সড়কগুলো দখলে করে রেখেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন চালকরা। অবৈধ দখলদারির কারণে লেগে থাকে তীব্র যানযট। পথচারীদের দূর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে যানযট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান উপজেলা নিবার্হী কর্মকতা।
জেলা শহরের পাশ্ববর্তী উপজেলা হওয়ায় বিভিন্ন শহর থেকে আসা পরিবহন থেকে অবাধে যাত্রী উঠানামা করে এই সড়কে । সড়ক দখল করে দোকান বসানোর কারণে সংকীর্ণ হয়ে গেছে রাস্তা। ফলে প্রতিনিয়ত লেগে থাকে যানযট । শিক্ষার্থী, রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সহ পথচারীদের আটকা পড়ে থাকতে হচ্ছে দীর্ঘ সময় ।বিড়ম্বনার পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।
শহরের নিদিষ্ট কোন রিকশা বা সিএনজি ষ্ট্যান্ড না থাকায় মার্কেট, পাবলিক লাইব্রেরী,স্কুল, পোষ্ট অফিসের রাস্তাগুলোতে যানজট লেগেই থাকে। অবৈধ ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য ইতোমধ্যেই সর্তক করা সহ প্রশাসনের সহযোগীতা চেয়েছেন এই ব্যবসায়ী নেতা।
এদিকে যানযট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকতা।
যানযট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার ।