সাদুল্লাপুরে ছোট ভায়ের লাঠিরে আঘাতে বড় ভাই নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠিরে আঘাতে বড় ভাই শহিদুল ইসলাম নিহত হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলামের ছোট ভাই আরিফুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে মারাত্নক যখম করে। এসময় আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়। নিহত শহিদুল ইসলাম ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরে স্থানীয়রা আরিফুল ইসলামকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।