সাধারণ মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহে জি এম কাদেরর আহ্বান
- আপডেট সময় : ০৭:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫১৬ বার পড়া হয়েছে
মহামারি করোনা প্রতিরোধে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহে আবারো আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
দেশের ৯০ শতাংশ মানুষের ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই জানিয়ে জিএম কাদের আরো বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যেন কোন মহল বাণিজ্য করতে না পারে, সেজন্য সরকারকে সজাগ থাকতে হবে। তাছাড়া ভ্যাকসিন বিক্রি শুরু হলে বাজারে এর প্রচুর নকল বের হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। জিএম কাদের বলেন, তিন কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। করোনা ভ্যাকসিন প্রত্যেককে দুটি করে ডোজ দিতে হয়। তাই তিন কোটি ভ্যাকসিন তিন কোটি মানুষ পাবে– নাকি দেড় কোটি মানুষ তিন কোটি ভ্যাকসিন পাবে– তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি আরো বলেন, বাকি ১৪/১৫ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা কি হবে দেশের মানুষ তা জানতে চায়।