সানায় যাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ৮৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
ইয়েমেনে রাজধানী সানায় যাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া পদদলিত হয়ে কমপক্ষে আরও ৩২২ জন আহত হয়েছেন। চলমান রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে যাকাতের অর্থ বিতরণের সময় এই ঘটনা ঘটে।
আজ এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর একটি স্কুলের ভেতরে এই ঘটনা ঘটেছে। সেখানে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিল।আরব উপদ্বীপের দরিদ্রতম এই দেশটি বহু বছর ধরে যুদ্ধপীড়িত এবং এই কারণে দেশটির বেশিরভাগ মানুষই দরিদ্র। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় যাকাতের অর্থ প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে।