সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠছে আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠছে আর্সেনাল। ইংলিশ লিগ কাপে এ্যডওয়ার্ডের হ্যাটট্রিক। অন্যদিকে, স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করছে বার্সেলোনা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভাল ছিল আর্সেনালদের, ১৭ মিনিটে এ্যডওয়ার্ড প্রথম গোলো করে এগিয়ে নেন দলকে। ২৭ মিনিটে নিকোলাস পেপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এ্যডওয়ার্ড এনকেটিয়া। তাতে ব্যবধান হয় ৩-১ গোলে। ৫৮ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ৯১ মিনিটে গোল করেন চার্লি পাতিনো, তাতে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। সান্ডারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন নাথান ব্রোডহেড।