সাফজয়ী চট্টগ্রাম বিভাগের ৫ নারী ফুটবলারকে চট্টগ্রাম বাসীর সংর্বধনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়া সাফ ফুটবল জয়ী চট্টগ্রাম বিভাগের ৫ ফুটবলারকে সংর্বধনা দিয়েছে চট্টগ্রাম বাসী।
বিকেলে চট্টগ্রামের জামালখান চত্বরে অনুষ্টানের শুরুতে সাফ ফুটবল জয়ী খেলোয়াড় রাঙামাটির রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা,খাগড়াছড়ির মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কয়েক হাজার দর্শকের উপস্হিতিতে মুখরিত বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরী হয়। অনুষ্টানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে ৫ ফুটবলারকে এক লাখ টাকা করে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।