সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানি সরকার ও শামছুন্নাহারের ১৩শ’ ডলার কোথায় ?
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানি সরকার ও শামছুন্নাহারের ১৩শ’ ডলার কোথায় ? উত্তর নেই কারো কাছে। পাল্টাপাল্টি অভিযোগে মেতেছে বাফুফে, বিমান ও সিভিল এভিয়েশন।
অভ্যন্তরীণ তদন্ত শেষে ফেডারেশন থেকে ডলার খোয়া যায়নি বলে নিশ্চিত করেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিষয়টি খতিয়ে দেখতে বিমান বাংলাদেশ ও সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বাফুফে। একই বার্তা দেয়া হয়েছে নেপালকে। তবে, বিবৃতি দিয়ে অভিযোগ উড়িয়ে দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ। এখন শুধু অপেক্ষা নেপালের জবাবের। শেষ পর্যন্ত উদ্ধার না হলে হারানো অর্থ দেবে বাফুফে– নিশ্চিত করেছেন মাহফুজা আক্তার কিরণ। লাগেজ থেকে হারানো মার্কিন ডলারের মধ্যে ৯০০ ডলার ছিলো কৃষ্ণা এবং সানজিদার। বাকি ৪০০ ডলার ছিলো শামছুন্নাহারের।