সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতলো বাংলাদেশ। এবার মালদ্বীপকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজের দল।
কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্নক ছিল দু’দল। ৫ মিনিটে নাজমুল হুদার গোলে লিড নেয় বাংলাদেশ। ৩৮ মিনিটে মোরশেদ আলীর গোলে আবারও এগিয়ে যায় তারা। পরে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের দল। বিরতি থেকে ফিরে ম্যাচ ফেরার চেস্টা ছিল মালদ্বীপের। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় তারা। ৭৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন মিরাজুল ইসলাম। মিনিটি তিনেক পর জোরা গোল করেন মিরাজ। ম্যাচের অতিরিক্ত সময়ে হেক্ট্রিক গোল করে দলকে ৫-০ গোলের বড় জয় এনে দেয় মিরাজুল ইসলাম।