সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। ভারতের মুখোমুখি হবে ফর্মের তুঙ্গে থাকা স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর কমলাপুরে সন্ধ্যা ৬টায় শুরু হবে দু’দলের মহারণ।
পুরো আসরে দাপট দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ৪ ম্যাচে তিন জয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল নিশ্চিত করেছে মারিয়া মান্ডার দল। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়টা বাংলাদেশের দখলে। শ্রীলংকাকে হারিয়েছে ১২-০ গোলে। এছাড়া, আসরের প্রতিপক্ষের জালে ১৯ গোল দিয়েছে স্বাগতিকরা। শিরোপার মঞ্চে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে, প্রতিপক্ষ ভারত থাকায় নির্ভার হওয়ার সুযোগ নেই। যদিও, আসরের প্রথম দেখায় ভারতকে ১-০ গোলে হারিয়েছে ছোটন শিষ্যরা। ছন্দ ধরে রেখে শিরোপা জিততে মরিয়া, মারিয়ার দল। স্বপ্না-শাহেদারা সবাই আত্মবিশ্বাসী, সুযোগ আসলে কাজে লাগানোর বিষয়ে।