সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল সোয়া পাঁচটায়।
প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। আগের পাঁচ আসরে প্রতিবার শিরোপা জিতেছে ভারত। চারবার রানার্স-আপ হয়েছে নেপাল, একবার বাংলাদেশ। এবার আর অপেক্ষা বাড়াতে চায় না লাল-সবুজ প্রতিনিধিরা। ফাইনালকে সামনে রেখে ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অ্যাঞ্জিলা সুবা।
দশরথ স্টেডিয়ামে সংবাদ সম্মেলন ও ফটোসেশনে ছিলেন দুই কোচ গোলাম রব্বানি ছোটন ও কুমার থাপা। টুর্নামেন্টে এদিন অনুশীলন করেনি বাংলাদেশ। দলের সাথে যোগ দিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। পরিসংখ্যান আর রেংকিংয়ে এগিয়ে নেপাল। ৮ বারের দেখায় কখনই স্বাগতিকদের হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।