সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিক। ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফ ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল নেপাল।
কাঠমান্ডুতে ম্যাচের প্রথম আক্রমণ থেকেই লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান। ২৭ মিনিটে মারিয়া মন্ডার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানীর গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। ৫৩ মিনিটে সাবিনা নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেয় ৫-০ গোলে। ৫৭ মিনিটে মাসুদা পারভীনের গোলে ব্যবধান ৬-০ করে বাংলাদেশের নারীরা। ৮৮ মিনিটে তহুরা খাতুনের গোলে ব্যবধান হয় ৭-০। অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। পরে ৮-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।