সাফ শিরোপা জয়ের পর নারী ফুটবলারদের জন্য একের পর এক পুরস্কার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাফ শিরোপা জয়ের পর একের পর এক পুরস্কার ঘোষণা করা হচ্ছে নারী ফুটবলারদের জন্য। গোলকিপার রুপনা চাকমার জন্য পাকা বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর ব্যক্তিগত তহবিল থেকে পুরো দলকে ৫০ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ও গেমস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবং বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এর আগে চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিসিবি। নারী দলের সাফল্যকে নতুন মাত্রা দিতে এমন ঘোষণা তাদের।