সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সংবর্ধনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ও পরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় সাবিনা খাতুনের পরিবারের সদস্য ও স্থানীয় কোচ প্রয়াত আকবার আলীর স্ত্রী উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে খুশি জাতীয় নারী ফুটবল দলের এই কৃতি ফুটবলার। এ সময় তিনি জেলা প্রশাসনের কাছে মেয়েদের খেলার উপযোগী একটি মাঠ চেয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির জানান, সাবিনা খাতুনকে সংবর্ধনা দিতে পেতে আনন্দিত জেলা প্রশাসন। সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের।