সাবেক এসপি বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায়ই তাকে গ্রেফতার দেখানোর আবেদন
- আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
স্ত্রী মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায়ই তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে বাবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। আদালত আগামী ৯ জানুয়ারি বাবুলের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করে দিয়েছেন। তদন্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন,‘স্ত্রী হত্যার সঙ্গে মামলার বাদী বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে।তাই ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখাতে আবেদন করা হয়েছে।’এদিকে মিতু হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় গ্রেফতার হয়ে বাবুল আক্তার এখন কারাবন্দি আছেন।২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।