সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান মারা গেছেন
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান মারা গেছেন -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই নেতা।
গেলরাতে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজৈনতিক, সামাজিক- সাংস্কৃতিক, পেশাজীবি ও সকল শ্রেনী-পেশার মানুষ হাসপাতালে ভীড় জমান। এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।সাবেক মন্ত্রীর ছেলে ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত জানান, জানাজা নামাজে বাদ আসর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।