সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করছে পুরো জাতি। কিংবদন্তী এই রাষ্ট্রনায়কের রূহের মাগফিরাত কামনা করে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জননন্দিত ও সফল রাজনীতিবিদ ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। দেশের সুশাসন প্রতিষ্ঠায় জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছিল। আর এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, সৈনিক থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েও সাফল্য দেখিয়েছেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। দেশের প্রতিটি সেক্টরে তার উন্নয়নে ছোঁয়া অক্ষয় হয়ে আছে।
দেশের প্রয়োজনেই ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তৎকালীন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। তার প্রচেষ্টায় দ্রুত বদলে যেতে থাকে দেশ; গণমানুষের জীবন মান উন্নয়নে সূচিত হয় নতুন ধারা।
কিংবদন্তী সফল রাষ্ট্র নায়কের মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিত কামনা করে, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যই, জনগণ পল্লীবন্ধুকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল।
কাজের মধ্যদিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ হন জননন্দিত। রাজনীতিতে ও তিনি সফল ছিলেন বলে জানান জি এম কাদের।
সাবেক এই সফল রাষ্ট্র নায়কের স্মৃতিচারন করে, এসএগ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের এই রুপকার গণমানুষৈর জন্য ছিলেন নিবেদিত।
তিনি বলেন, উপজেলা পরিষদ করে অনন্য নজীর গড়ে তোলেন পল্লীবন্ধু এরশাদ। ৮৮র বন্যা মোকাবিলায় তার অন্যন্য ভূমিকা দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
মৃত্যুবার্ষিকীতে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সালাহউদ্দিন আহমেদ।