সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠাতে সাময়িক নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে থাকা সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠাতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত। খায়রুজ্জামানের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে কুয়ালালামপুরের একটি আদালত শুক্রবার এই নিষেধাজ্ঞা দেন।
খায়রুজ্জামানের আইনজীবী এএস ঢালিওয়াল ফ্রি মালয়েশিয়া টুডের কাছে দাবি করেন, তার মক্কেল একজন রাজনৈতিক শরণার্থী। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্ডধারী। কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি তিনি। তাকে আটক করা বেআইনি। তাকে বহিষ্কারের অধিকার মালয়েশিয়ার নেই বলেও দাবি করেন আইনজীবী। শরণার্থী কার্ডে গত প্রায় এক যুগ ধরে মালয়েশিয়ায় অবস্থান করা খায়রুজ্জামানকে গত বুধবার অভিবাসন আইনে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। গ্রেপ্তারের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন, জেলহত্যা মামলায় খালাস পাওয়া খায়রুজ্জামানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।