সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় হিমেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার বিকেলে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ী এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী হিমেল ও তার দুই সহযোগী হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক হিমেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় হিমেল। আহত হয় অপর দুই সহযোগী। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।